ডেস্ক রিপোর্ট : খুলনার সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসময় দলিল লেখক সেরেস্তায় আগুনে চেয়ার টেবিল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ বোমা নিক্ষেপের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের এক ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার বর্ণনা দিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু জানান, পেট্রোল বোমা হামলায় দলিল লেখকদের সেরেস্তায় আগুন লেগে চেয়ার টেবিল পুড়ে গেছে। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষতি হয়নি। তিনি আরও জানান, হামলাকারীরা সাব রেজিস্ট্রি অফিসের পেছনের গ্রিলের ভেতর থেকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। দলিল লেখকরা জানান, খবর পেয়ে আমরা সকালে অফিসে আসি। কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আমাদের বসার স্থানের ওয়াল, চেয়ার, টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা সদর থানার তদন্ত বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, নাশকতার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।