ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভোলবাড়িয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে। গভীর রাতে সড়কে ফেলা গাছে ধাক্কা দেয় খুলনা থেকে ঢাকাগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে হতাহতের খবর পাওয়া না গেলেও বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভোর রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে।