যশোর প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলায় নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান ভোলা (৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার(১৬ নভেম্বর) রোববার ভোরে বিশেষ অভিযানে পুলিশ তাকে তার নিজ বাড়ি তেলিধান্যপুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার সাইফুজ্জামান ভোলা বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যশোর জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি নাশকতা মামলার আসামি।
যশোরের বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে পাঠানো হয়েছে।