মাদারীপুর অফিস : মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আহতরা হলেন শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকা শাহানা বেগম (৫৬), মজিদ কাজী( ৬০) নুসরাত জাহান (৭), সাইমা আক্তার (৮), সুহাদা আক্তার (৩৪), রুবেল ফকির সহ মোট ১২ জন।
হাসপাতাল ও আহতদের সূত্রে জানা গেছে, মাদারীপুর শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামের একটি পাগলা কুকুর সোমবার (১৭ নভেম্বর) সকালে বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। কুকুরের কামড়ে আহত ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচেছ।
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে। তাছাড়া ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।