প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ১:৪০ পূর্বাহ্ণ
শার্শায় ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
যশোর অফিস : যশোরের শার্শা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক মামলার ৮ আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে এ অভিযানে দক্ষিণ বুরুজ বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে করে মো. আব্দুর রহমান বাপ্পি (৩৪)–কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শার্শা থানায় একটি মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত