প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ণ
ঝিকরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
যশোর প্রতিনিধি : যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত ভারসাম্যহীন (মানসিক প্রতিবন্ধী) নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ওই সড়কের বেনেয়ালি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী (বয়স আনুমানিক ৬৫) প্রায়ই ওই সড়কের পাশে ঘোরাফেরা করতেন। সন্ধ্যা ৬টার দিকে বেনাপোলমুখী একটি কাভার্ড ভ্যান (রেজি. ঢাকা মেট্রো-ন-১১-৯৫৪৬) ঝিকরগাছার দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে নারী সড়কের উপরে সিটকে পড়ে যান এবং ভ্যানের সামনের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ, নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মহাসিন হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেয়।
ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে,নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। চালককে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত