দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান সরকারের অর্থায়নে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এ সভার আয়োজন করেন। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হল রুমে ইয়ুথ ফর সুন্দরবন সংগঠনের দাকোপ উপজেলার সভাপতি গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সংগঠনের পরিবেশ সম্পাদক শতরুপা মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষক চিন্ময় বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, রুপান্তরের প্রতিনিধি বিপাশা রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের অমিত রায়, রিংকন গাইন, অনিমেষ মন্ডল, নিখিল রায়, তন্নি রায়, জুয়েল মন্ডল, পূজা রায় প্রমুখ। এসময়ে সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।