ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রস্তাব তুলে ধরেন।
গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে বলেন, এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি চলে গেছে (বদলি হয়ে)। সেটাও হঠাৎ করে। আবার এই সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয়, কোনো একটা ডিজাইন কাজ করে। একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে করা হচ্ছে।
সংলাপে জামায়াত নেতা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালুর পক্ষেও মত দেন। তিনি উল্লেখ করেন, লটারির মাধ্যমে ট্রান্সফার করা হলে, যার যেখানে তকদির আছে, সে সেখানে চলে যাবে। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইসিকে সাহসী হতে বলেন। দলের প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার শিশির মনির আচরণবিধির দুর্বলতা নিয়ে বলেন, আচরণবিধি লঙ্ঘনে শাস্তি আসলে কে দেবেন, তা বিধিমালায় স্পষ্ট নয়। একই অপরাধে প্রার্থী ও দলকে কীভাবে শাস্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয়।
তিনি আরও যোগ করেন, একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বা আলোচনা সব আসনে বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক-এটি স্পষ্ট করা প্রয়োজন।