নড়াইল প্রতিনিধি: নড়াইলে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এটি মাঝারী ধরনের ভুমিকম্প। ভারতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়ার পর নড়াইলের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নড়াইলে আবহাওয়া অফিস না থাকায় এ বিষয়ে কোন বিশেষজ্ঞের মতামত পাওয়া যায়নি।
নড়াইল শহরের মহিষখোলা এলাকার বাসিন্দা ভূমিকম্প বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারী এ্যাডভোকেট মুন্সী শাহিনউল্লাহ মোহন বলেন, প্রায় ৪০ সেকেন্ড ব্যাপি এ ভূমিকম্প অনুভুত হয়েছে। প্রকৃতির সাথে বৈরী আচরনের কারনে দিন দিন ভমিকম্পের সংখ্যা বাড়ছে। তবে এ ধরনের ভূমিকম্প হতে থাকলে নড়াইল শহর ঝুকি’র মধ্যে পড়বে। তিনি আরোও বলেন, দেশের আরোও অনেক জায়গায় এ ভুমিকম্প অনুভুত হয়েছে। ভূমিকম্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন থেকে অনাকাংখিত বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য তিনি সর্বসাধারনকে ভমিকম্পের সময় সতর্ক ও নিরাপদ স্থানে থাকার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে ভূমিকম্প মোকাবেলায় তিনি সরকারি উদ্যোগে সাধারণ মানুষদের নিয়ে সচেতনতা মুলক কর্মশালা আয়োজনের অনুরোধ জানিয়েছেন।