ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু ঘোষ (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার শিবানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মন্টু এই গ্রামের প্রান্ত ঘোষের ছেলে তিনি পেশায় একজন কৃষক। স্থানীয় ইউপি সদস্য জাহিদ জানান, আজ সকালে নিজের জমির ধান ঝাড়ার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’