তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় রাতের আঁধারে গ্রামের ছোট ছোট বাজার ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বয়োবৃদ্ধ, বৃদ্ধা, শারীরিক-মানসিক প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী সেতুর বাজার, শুভাষিনী, নওয়াপাড়া, কলিয়াসহ বিভিন্ন গ্রামে তিনি এই কম্বল বিতরণ করেন। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ কম্বল বিতরণের কথা জানিয়ে বলেন, অত্র ইউনিয়নের কয়েকটি গ্রাম জলাবদ্ধতাসহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন। সে কারণে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশী। অত্র এলাকার মানুষের মাঝে কম্বল বিতরণ করায় তিনি ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, অন্যান্য এলাকার মতো তালা উপজেলাতেও শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। গরীর, অসহায় ও ছিন্নমূল মানুষের দুঃখ কষ্ট লাগবে এখনই কিছু করার উপযুক্ত সময়। শীত চলে গেলে তো আর কম্বল দিয়ে লাভ নেই। সে কারণে ডিসি মহোদয়ের উক্ত কম্বল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করা হবে।