ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার গোডাউন মোড়ের দক্ষিনে অবস্থিত সানশাইন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে শনিবার ওস্তাদ ভাই মার্শাল আর্ট এন্ড ট্রাডিশনাল লাঠি ফাইট মার্শাল আর্ট গ্রেডিং টেস্ট’২৫ পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করেন। জহুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের কেন্দ্রীয় প্রশিক্ষক আলাউদ্দিন আলাল। বক্তব্য রাখেন ভেড়ামারা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মাসুদ হাসান, প্রকৌশলী রকিব হাসান, প্রকৌশলী বাবুল আক্তার, ভেড়ামারা সরকারি কলেজের আইসিটি প্রদর্শক মাহাবুল ইসলাম, ভেড়ামারা সাতবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমীরা শ্যামা ও প্রশিক্ষক ফাতেমা আক্তার অন্তরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আত্মরক্ষা, প্রতিযোগিতা, প্রতিরক্ষা, শারীরিক আরোগ্য ও সুস্থতার জন্য মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। এটি লড়াইয়ের যেকোনো ধরন বা একটি শিল্প যা অনুশীলনের একটি নির্দিষ্ট উপায় রয়েছে। বক্তারা প্রশিক্ষনার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আত্মরক্ষা ও আত্ম মনোবল বৃদ্ধিতে মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। শারীরিকভাবে সুস্থ থাকতে মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। সুন্দর দৈহিক গঠনে মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। শরীরে অবাঞ্ছিত মেদ কমাতে মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। বুদ্ধি বিকাশে মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। নেশা, মোবাইল আসক্তি ও অশ্লীলতা থেকে রক্ষার জন্য মার্শাল আর্ট অনুশীলন প্রয়োজন। ফলে, আসুন আমরা মার্শাল আর্ট প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে সুস্থ, সবল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলি এবং রোগমুক্ত জাতি গঠনে মার্শাল আর্টকে এগিয়ে নিতে সকলে মিলে সচেষ্ট থাকি।