ডেস্ক রিপোর্ট : বিএনপি মনোনীত খুলনা -২ (সদর-সোনাডাঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারণা শুরু করেননি। তিনিঐক্যবদ্ধ বিএনপিকে সঙ্গে নিয়ে খুব শিগগির জোরেসোরে ভোটের মাঠে নামবেন। বির্তকিত ব্যক্তিদের নিয়ে তিনি প্রচারণা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
রবিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবারের নির্বাচন অত্যন্ত ঝুঁকি পূর্ণ। সকলের অংশ গ্রহণে নির্বাচন আমাদের স্বপ্ন। বিগত ১৬-১৭ বছর অনেক রক্ত ঝরেছে। তরুণরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের জন্য বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিনের মধ্যেই ফিরবেন। তিনি নতুন বাংলাদেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। তারেক রহমান তরুণদেও জন্য নতুনবার্তা দেবেন।
এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, মনোনয়নের ক্ষেত্রে এবার তদবির বাণিজ্য হয়নি। এবার ত্যাগীদেও মূল্যায়ন করা হয়েছে। তারেক রহমান তৃণমূল পর্যায়ে খোঁজ খবর নিয়ে তিনটি বিষয়ে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে পছন্দ-অপছন্দ থাকবে। তবে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করবেন। খুলনা মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বেই প্রচার প্রচারণা হবে।
তিনি বলেন আমি এখনো লিফলেট ছাপাইনি, মাঠের প্রচারণা শুরু করিনি। দলের আহত, নিহত পরিবার, অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়াসহ কিছু আনুষ্ঠানিকতা করছি। ইতিমধ্যেই দুটি বৈঠকে খালিশপুর ও দৌলতপুর থানার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করেছি। তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন। মহানগরীর ৫ থানায় ঐক্যবদ্ধ বিএিনপিকে নিয়ে আমরা কাজ করতে চাই। সে ভাবেই কাজ এগোচ্ছে। আমরা কাউকে বাদ দিয়ে নয়, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। দলের গ্রুপিং নিয়ে ফেসবুকে লেখালেখি বন্ধ করেছি। কাজেই আমি সতর্ক ভাবে চলছি।
রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড বর্ণনা করতে গিয়ে মঞ্জু বলেন, ৩৭ বছরের রাজনৈতিক জীবনে কলঙ্কের দাগ নেই। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জণগণ এবং নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। খুলনা- ২ আসনে অংশ গ্রহণ মূলক কোনো নির্বাচনে বিএনপি হারেনি। খুলনার বন্ধ থাকা মিল-কলকারখানা চালু, মোংলা বন্দরের উন্নয়ন, ট্যুরিজম, রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মঞ্জু বলেন, দুর্নীতিমুক্ত জায়গা থেকে বেরিয়ে উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ।
অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই শহওে যারা বির্তকিত ব্যক্তি তাদের নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করবোনা। ইতিমধ্যেই এ ব্যাপাওে আমি সতর্ক করেছি। বিতর্কিতরা যাতে সামনের কাতাওে আসতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মোশাররফ হোসেন, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদসহ সাবেক নেতৃবৃন্দ ও কেসিসির সাবেক কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।