মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠ বোঝাই টমটম উল্টে চাঁন মিয়া (৫৭) নামে বৃদ্ধ এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আল আমিন (৩০), সোলায়মান খান (৩৫) ও সাগর (২২) নামে অপর তিনজন শ্রমিক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার আঙ্গুলকাটা গ্রামে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার পাতাকাটা গ্রামে শনিবার সকালে ভেচকী গ্রামের কাঠ ব্যবসায়ি মনির ও সাগরের সাথে চাঁন মিয়াসহ ৬ জন শ্রমিক গাছ কাটতে যান। গাছ কাটা শেষে টমটম বোঝাই করে পাতাকাটা থেকে মঠবাড়িয়ায় আসার পথে আঙ্গুলকাটার মন্ডল বাড়ির নামকস্থানে কাঠ বোঝাই টমটমটি উল্টে খাদে পড়ে যায়। এতে চাঁন মিয়াসহ তিনজন শ্রমিক টমটমের নিচে চাঁপা পড়েন। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধ শ্রমিক চাঁন মিয়া নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও মঠবাড়িয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টমটমের নিচ থেকে শ্রমিকদের উদ্ধার করেন।
আহত সোলায়মান জানান, তাদের টমটমটির সামনের লাইটে সমস্যা ছিল। যার কারণে মঠবাড়িয়া থেকে পাতাকাটাগামী একটি অটোকে সাইড দিতে গিয়ে কাঠ বোঝাই টমটমটি খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনাচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। এছাড়া নিহত চাঁন মিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।