চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধি : রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বাড়াতে চিতলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বোরো বীজ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে পাওয়া এ বরাদ্দের লক্ষ্য—কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং চাষাবাদে স্বনির্ভরতা বৃদ্ধি।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। পরে সাত ইউনিয়নের মোট ৩,০৫০ জন কৃষকের হাতে জনপ্রতি ২ কেজি করে এসএল-৮এইচ জাতের উন্নতমানের হাইব্রিড ধান বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য প্রতিনিধি।
কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ জানান, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা, শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী ও সন্তোষপুর—এই সাত ইউনিয়নের কৃষকদের মধ্যেই বীজ বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে চাহিদা অনুযায়ী তালিকা যাচাই করে কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়া হয়।