সাতক্ষীরা প্রতিনিধি : প্রশ্ন: আমাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে পার্শ্ববর্তী গ্রামগুলোতে তার মৃত্যুর খবর প্রচার করা হয় এবং জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়। শরিয়তের দৃষ্টিতে এই কাজটি কি বৈধ?
উত্তর: আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সমাজে এটি একটি প্রচলিত প্রথা। শরিয়তের দৃষ্টিতে, কারও মৃত্যুর সংবাদ প্রচার করা এবং জানাজার ঘোষণা দেওয়া জায়েজ আছে। প্রয়োজনে মাইক ব্যবহার করেও এটি প্রচার করা যাবে, যদি উদ্দেশ্য থাকে মানুষকে জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান করা।
তবে, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। মাইকে মৃতের গুণগান বা বড়ত্ব বর্ণনা করে এলান করা যাবে না। হাদিসে এমনটা করতে নিষেধ করা হয়েছে। এর কারণ হলো, মৃত্যুর পর মৃতের প্রশংসা বা অতিরিক্ত গুণকীর্তন এক ধরনের রিয়া বা লোক-দেখানো মনোভাবের জন্ম দিতে পারে, যা ইসলামি শরিয়তে অপছন্দনীয়। বরং মৃত্যুর সংবাদ এমনভাবে প্রচার করা উচিত, যাতে মানুষ দ্রুত জানাজায় অংশ নিতে পারে এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারে।
মূলত মৃত্যুর সংবাদ প্রচারের উদ্দেশ্য হলো জানাজার জামাত বড় করা, যাতে মৃত ব্যক্তি বেশি মানুষের দোয়া লাভ করতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর সময়েও মৃত্যুর সংবাদ প্রচারের প্রচলন ছিল, যদিও তখন মাইক ছিল না। বর্তমানে মাইকের ব্যবহার প্রযুক্তির অগ্রগতির অংশ এবং এর উদ্দেশ্য যদি সৎ হয়, তবে তা জায়েজ।