ডুমুরিয়া প্রতিনিধি : রবিবার সকাল ১১টায় ডুমুরিয়া শহিদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এসি আই কোম্পানির ফার্টিলাইজারের আয়োজনে ডিলার রিটিলারদের এক দিনের ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলার মেসার্স কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ মনিরুজ্জামান সরদারের সভাপতিত্বে
প্রধান অতিথি এসি আই ফার্টিলাইজারের এ জি এম জিল্লুর রহমান খান,তার বক্তব্যে বলেন ৭০-৮০ কেজি জৈব সারের সাথে ৫০০ গ্রাম বাম্পার ট্রাইকো পাউডার মিশিয়ে জমি তৈরি করতে হবে ও রোগ-বালাই দমনে সর্বোত্তম ফলন পেতে প্রতি লিটার পানিতে ৫-১০ গ্রাম বাম্পার ট্রাইকো পাউডার মিশিয়ে মাটিতে অথবা গাছে ১০-১৪ দিন পরপর স্প্রে করতে হবে।
এছাড়াও বীজ শোধনের জন্য প্রতি ১০০ মিলি পরিষ্কার পানিতে ২০ গ্রাম ও চারার চিকিৎসায় প্রতি লিটার পানিতে ১০ গ্রাম বাম্পার ট্রাইকো মিশিয়ে শোধন করা যায়।
সর্বাধিক স্পোর সমৃদ্ধ ট্রাইকোডার্সা হওয়ায় প্রায় ২০০টির বেশি ক্ষতিকর অণুজীব থেকে ফসলকে রক্ষা করে।
বাম্পার ট্রাইকো পাউড়ার সকল প্রকার ফসলের মাটি, বীজ ও চারার শিকড় বাহিত রোগ যেমন: শিকড় পঁচা, কান্ড পঁচা, পাতা ঝলসানো, পাতা বা ফলের দাগ, পানের পাতা পঁচা রোগ দমনে সহায়তা করে।
রাসায়নিক সার ও ছত্রাকনাশকের খরচ কমায় প্রায় ২৫-৩০%রোগ-বালাই দমনের পাশাপাশি বীজ শোধন, মাটি শোধন, চারা শোধন ও ছাদ কৃষিতেওঅধিক কার্যকরী ভূমিকা পালন করে।মাঠ ফসলে যেমন আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো, পান, তরমুজসহ সকল প্রকার শাক-সবজি জাতীয় ফসল
গাছের শরীরে উপকারী অনুজীব প্রবেশ করিয়ে ক্ষতিকর জীবাণুর (ভাইরাস, ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট) রোগের আক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
বীজের অংকুরোধগম ক্ষমতা বাড়ায় ও প্রতিকূল আবহাওয়ায় ফসলের বৃদ্ধি ঠিক রাখে।
জৈব পদার্থ দ্রুত পচিয়ে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সহজলভ্য করে।
শিকড়ের বৃদ্ধি ও পুষ্টি শোষণ বাড়িয়ে সবজির গাছকে সবল ও রোগ প্রতিরোধী করে।
ফলন বৃদ্ধি ও গুণগত মান (আকার, রঙ, সংরক্ষণ ক্ষমতা) উন্নত করে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসি আই ফার্টিলাইজারের জেড এস,এম , মোঃ নূরুজ্জামান, সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ কায়ছার পারভেজ, ডুমুরিয়া উপজেলার সহকারী মার্কেটিং অফিসার দাশ,ও সজিব রায় প্রমুখ।।
সার্বিক সঞ্চালনায় ছিলেন এসি আই কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোঃ শাহিন কবির।