প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
খোকসা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় কলেজ শিক্ষক লায়ন্সে কলেজ অধ্যাক্ষ শিশির কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে ১৯৭১ এর ভয়াল কালোরাতে দেশের বুদ্ধিজীবী ডাক্তার সাংবাদিক সুশীল সমাজ ও সমাজের মেধাকে চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করার এবং বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশাই ঘৃনা প্রকাশ করা হয়।
একটি দেশ স্বাধীনতামই হওয়া অবস্থায় মেধাশূন্য করতে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎকালীন পাকিস্তানি সেনা সদস্যদের নির্মম হত্যাকে বাঙালি জাতি আজও স্মরণ করে।
দিবসটি পালনে কলেজের শিক্ষক হায়দার আলীকে আহ্বান করে কমিটির আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক নজরুল ইসলাম, ওয়াজেদ বাঙালি সুলতান হোসেন সহ অনেকে।
বক্তারা জাতির স্বাধীনতার পূর্ব মুহূর্তে এরকম নির্মমভাবে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী থেকে হত্যাকে কালো অধ্যায় বলে দাবি করেন।
কলেজ শিক্ষক আরিফ হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কলেজের সকল দপ্তরের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত