প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় রেলপথ অবরোধ, উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
কুষ্টিয়া প্রতিনিধি: স্টেশন মাস্টারের পদায়ন ও স্টেশন সংস্কারসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ার মিরপুরে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচি পালন করছেন।
এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, ‘প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এই বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এই আন্দোলন।’
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত