দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে বরন করা পর প্রত্যেকের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি)আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম শানু,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মো.বেল্লাল হোসেন,দশমিনা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি,প্রমুখ। এছাড়া দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ডিসপ্লে, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।