নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলােিমর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি নেতৃবৃন্দ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় হতে তথা রিটার্ণিং অফিসারের নিকট হতে মনোনয়ন সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্জ্ব মো: মনিরুল ইসলাম,নড়াইল জেলা বিএনপি’র সাবে সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার,জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন, প্রফেসর আব্দুর রহিম, সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু,মহিলা দলের মধুমিতা ও মাজেদা খানম টুকটুকি প্রমুখ।