প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
কালিগঞ্জে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ ‘র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ এবং ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলায় জয়লাভ করে ইসলামী ছাত্রশিবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মোঃ নাজমুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও খেলোয়াড়সুলভ মানসিকতার বিকাশ ঘটে। এসব গুণাবলি ধারণ করেই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব। সমাজ ও রাষ্ট্রকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে সকল মানুষকে পারস্পরিক ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং সমাজকে উন্নতির শিখরে পৌঁছাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বক্তারা তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
কালিগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পশ্চিম শাখার সেক্রেটারি হাফেজ আবু সাদ, কালিগঞ্জ সরকারি কলেজ সভাপতি শাহরিয়ার হোসেন, কালিগঞ্জ উত্তর অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা টিম সদস্য রফিকুল ইসলাম রেজা, মোঃ সিরাজুল ইসলাম, শেখ নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত