প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
উজিরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার শেরেবাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে উপজেলার শিক্ষাঙ্গনে তীব্র ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে—
এনটিআরসিএ (NTRCA) নিয়োগে বাণিজ্য, শিক্ষা বোর্ড কর্তৃক বহিষ্কৃত শিক্ষককে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুনরায় যোগদানের সুযোগ করে দেওয়া, সহকারী প্রধান শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন, এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানে নিকট আত্মীয়দের চাকরি প্রদান।
আরও অভিযোগ রয়েছে, তিনি নিজের ছোট ভাইয়ের স্ত্রী ও তার মেয়েকে একই প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। এছাড়া শোকজ নোটিশের নাটক সাজিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা, পুরুষ শিক্ষকদের বিরুদ্ধে তথাকথিত নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে অর্থ বাণিজ্য, এক কর্মচারীর বিরুদ্ধে টাকা চুরির অপবাদ দিয়ে সেই অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে।
অভিযোগকারীরা আরও জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তির অর্থ বঞ্চিত করে প্রধান শিক্ষক নিজের মেয়ে ও ভাইয়ের মেয়েকে ওই অর্থ প্রদান করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রাইভেট বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলেও স্থানীয়দের দাবি।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন,
“আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ ভিত্তিহীন।”
উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন বলেন,
“অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাঙ্গনে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন উজিরপুর উপজেলার সচেতন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত