মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ঐতিহ্যবাহী "খালিলুর রহমান ডিগ্রি কলেজ " এর ২৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান। কলেজের অধ্যক্ষ এল এ. জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক শেখ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের নিষ্ঠাবান সেবা ও অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁদের শ্রম ও ত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে পৌঁছেছে। তাঁরা অবসর-পরবর্তী জীবনে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।