দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বুধবার সকাল ১০টায় দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২দিন ব্যাপি এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ,একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন,দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত,গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবিরুল বশারসহ বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান,সুপারিন্টেন্ডেন্ট,সহকারী ও শারীরিক শিক্ষকগণ। শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় ৭টি ইউনিয়নের মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা ক্রিকেট,ভলিবল,ব্যাডমিন্টনসহ এ্যাথলেটিকের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করছে।