প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া মোনাজাত
আলতাফ হোসেন অনিক, বরিশাল : বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ-এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন ও বি.এম. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আহাদ সুমন, মোঃ মাহাবুবুর রহমান, এবং সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মোঃ মোস্তফা জামান সুমন বালী, মোঃ মেহেদী হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোঃ সিরাজুল ইসলাম সিকদার। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী ও আপোষহীন নেত্রী, যাঁর অবদান জাতি চিরকাল স্মরণ করবে।”
অনুষ্ঠান শেষে মরহুমা নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত