প্রিন্স মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় বাগুলাট ইউনিয়নবাসী সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
বাগুলাট ইউনিয়নের নিতাইলপাড়া মারকাজুল উলুম সুফিয়া মহিউদ্দিন কওমি মাদ্রাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে হাজারো শীতার্ত গরিব, দুঃখী, মেহনতি মানুষ ও পথশিশু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মুখপাত্র ও বিশিষ্ট সমাজসংগঠক মো. ইবাদত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব মো. হাসানুজ্জামান (মন্টু)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. দারুজ্জামান (মন্টু), সাবেক জিএম, বন ও পরিবেশ অধিদপ্তর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মো. রুহুল আমিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. মনিরুজ্জামান (বারী), সাবেক সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুর রশিদ মোল্লা, সাবেক সহকারী সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুর রউফ, সাবেক কর্মকর্তা, তিতাস গ্যাস। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মো. মেজবাউর রহমান, সাবেক ব্রাঞ্চ ম্যানেজার, অ্যারিস্টো ফার্মা।
এ সময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানের সফলতা কামনা করেন।
এ বিষয়ে সংগঠনের মুখপাত্র মো. ইবাদত আলীর সাথে কথা বললে তিনি বলেন,
“আমাদের সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক। আমরা মানুষের কল্যাণ ও সহযোগিতার জন্য কাজ করি। বাগুলাট ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও আমরা এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখব।”