মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চাঁদাবাজি মামলার বাদীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ওই মামলার আসামির বিরুদ্ধে। ভুক্তভোগী হলেন মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের বাসিন্দা মোঃ জিন্নাত শেখ (৬০)। অভিযুক্ত নাসির শেখ (৪৪) একই গ্রামের প্রতিবেশী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে আড়ুয়াডিহি বৌবাজার এলাকায় নাসির শেখ ও তার সহযোগীরা জিন্নাত শেখের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করেন।
স্থানীয়দের অভিযোগ, নাসির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় লোকজনের ওপর হামলা, জুলুম-নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, চাঁদাবাজি মামলার বাদীকে হামলার ঘটনাসহ নাসির শেখের বিরুদ্ধে ধারাবাহিক অপরাধের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বিএনপি নেতা আফজালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া মোল্লাহাট থানা অফিসার ইনচার্জকে মোবাইল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।