সালমান, কলকাতা প্রতিনিধি : নেতাজি নগর থানা কেস নং–২০৮/২৫, তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫-এর ডিজিটাল অ্যারেস্ট প্রতারণার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। হাঁসখালি থানা এলাকার আওতাধীন অঞ্চলে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের পর্দাফাঁস করা হয়েছে।
অভিযানে এখন পর্যন্ত দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
দুটি মোবাইল ফোন, আটটি ব্যাংক পাসবুক ও চেকবুক, ছয়টি এটিএম কার্ড, একটি ট্যাঙ্গেম হার্ডওয়্যার ওয়ালেট, আনুমানিক ৩,৮০০ মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো ওয়ালেট ও এক্সচেঞ্জ সংক্রান্ত বিভিন্ন তথ্য, পাশাপাশি আপত্তিকর চ্যাট ও গুরুত্বপূর্ণ নথিপত্র।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত এবং সেই অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করত।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, পুরো চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।