সালমান, কলকাতা প্রতিনিধি : গোপন সূত্রের ভিত্তিতে আজ পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুরে একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। এ ঘটনায় পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা ভারত সরকারের ‘মুদ্রা লোন’ (Mudra Loan)-এর এজেন্ট পরিচয় দিয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষকে টার্গেট করত। তারা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য চার্জের অজুহাতে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—প্রচুর মোবাইল নম্বর লেখা একাধিক নোটবই, ৩০টি কিপ্যাড মোবাইল ফোন এবং ১০টি স্মার্টফোন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো নেটওয়ার্কের সন্ধানে তদন্ত জোরদার করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।