প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৩:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
সাতলা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম পথপ্রদর্শক, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সাতলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুল ইসলাম নান্নু বালী।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা তরিকুল ইসলাম। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, সহ-সম্পাদক মোঃ শহিন হাং, এছাড়াও মোঃ মিরাজ খানসহ উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নেতৃবৃন্দ আরও বলেন, তার আদর্শ ধারণ করে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মোনাজাতটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত