দাকোপ প্রতিনিধি : মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দাকোপে উপজেলা ও চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা দিয়েছে খুলনা জেলা কমিটি।
গত ২৬ ডিসেম্বর খুলনা শীতলাবাড়ী মন্দির চত্বরে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের কার্য্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সহসভাপতি রতন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে গোবিন্দ বিশ্বাসকে আহবায়ক এবং প্রবীর কুমার রায়কে সদস্য সচীব করে ২৫ সদস্যের দাকোপ উপজেলা কমিটি ঘোষনা দেওয়া হয়। একই সভায় চিন্ময় কুমার বিশ^াসকে আহবায়ক এবং অধ্যাঃ লিপিকা বৈরাগীকে সদস্য সচীব করে ২১ সদস্যের চালনা পৌরসভা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষনা দেওয়া হয়। এ ব্যাপারে খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার নতুন এই কমিটি গঠন করা হয়েছে। আগামীতে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দাকোপে পরিচিতি সভা করে সকলের মতামতের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।