ফুলতলা (খুলনা) প্রতিনিধি : থানা পুলিশ ৪০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এরা হলো ফুলতলার দামোদর ঋষিপাড়া সড়কের মোঃ শহিদুল্লাহ ওরফে শহিদ ড্রাইভারের পুত্র রাজ আহম্মেদ (৪৮) এবং দামোদর শীতপাশা ডাঙ্গা এলাকার সাইফার গাজীর পুত্র ড্রাইভার মোঃ টিটু গাজী (৪৭)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
থানার এসআই মোঃ শফিউজ্জামান বলেন, শুক্রবার বিকালে মাদক কারবারী রাজুর বাড়িতে অভিযান চালান হয়। এ সময় রাজুকে ৩০ পিচ ইয়াবা এবং ড্রাইভার টিটু গাজীকে ১০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হেলাল হত্যা মামলার চার্জসীট ভুক্ত আসামী রাজু ও সিএনজি চালক টিটু গাজী দীর্ঘদিন ধরে ঋষিপাড়া সড়ক ও ফুলতলা বাসষ্টান্ড এলাকায় গাঁজা ও ইয়াবা খুরচা ও পাইকারী বিক্রি করে আসছিল। এলাকার প্রভাবশালী মহল ও বিভিন্ন দপ্তরে যোগাযোগ রক্ষা করে চলায় তারা ছিল অধরা। এ ব্যাপারে এসআই শফিউজ্জামান বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন।