ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনোয়ার আলী (৯২)এর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফুলতলার তরতীবপুর গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না------রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ জুম্মা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। পরে শিকিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জাযানা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌফিক রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর আহমেদ, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান গাউসূল আজম হাদী সহ গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।