প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
কয়রায় জামায়াতে ইসলামী প্রার্থীর দায়িত্বশীল সমাবেশ’
কয়রা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত।
গতকাল সকালে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এ দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বে উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা কোন দিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে আরও সচেতন হতে হবে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তারাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।
কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত