সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আলহাজ্ব মো. জাহিদুল হকের উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় নলতা হক মার্কেটে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোগ নেন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবক দানবীর ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহফুজুল হক এর সুযোগ্য পুত্র আলহাজ্ব মো. জাহিদুল হক, নলতা শরীফ। এ সময় এলাকার প্রায় ৪০০-এর অধিক অসহায় ও প্রান্তিক মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাহফুজুল হকের সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব মো. জাহিদুল হক। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের
কোষাধ্যক্ষ ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুস, সাবেক ইউপি সদস্য আজমিরুজ্জামান আজমির, কেবিএ হাউজ প্রতিনিধি মো. খুরশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের প্রতিনিধি জিল্লুর রহমান এবং সাংবাদিক গাজী হাবিব।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য লতিফুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শীতের এই সময়ে দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত প্রশংসনীয়। এলাকাবাসী সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন।