প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) : কালিয়ার উপজেলার নড়াগাতীর মূলশ্রী গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেছেন এলাকার তরুণ ও যুবকরা। খেলাধূলার মাধ্যমে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আনন্দ উপভোগ করেছেন।
“মাদক ছেড়ে মাঠে চল, খেলাধূলায় বাড়ে শক্তি – বাড়ে মনোবল”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজনটি পরিচালনা করেছেন এলাকার প্রিয় মুখ ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান চৌধুরী এবং মোস্তাক সিকদার। তাদের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি হয়ে উঠেছে আনন্দময় ও সফল।
খেলাধূলা শুধুই জয়ের খেলা নয়। এটি বন্ধুত্ব গড়ার, হাসি-মজা ও আড্ডার একটি সুন্দর মাধ্যম। মাঠে দেখা গেছে প্রাণবন্ত উচ্ছ্বাস, উৎসাহ এবং সুস্থ প্রতিযোগিতার উদাহরণ।
ব্যাডমিন্টন একটি সহজলভ্য, মজাদার ও স্বাস্থ্যকর খেলা। অল্প জায়গায় খেলা যায়, অল্প সময়ে শরীরচর্চার পূর্ণ সুফল পাওয়া যায়। নিয়মিত খেলায় হৃদযন্ত্র সক্রিয় থাকে, শরীরের ভারসাম্য ও ক্ষিপ্রতা বাড়ে, এবং মানসিক চাপ কমে। খেলাধূলা শুধু শরীরই নয়—মনকেও করে শক্তিশালী।
বন্ধুদের সঙ্গে খেলায় জন্মায় আনন্দ, সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ। হৃদয়ের বন্ধন দৃঢ় হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং একঘেয়েমি দূর হয়।
আজকের প্রযুক্তিনির্ভর জীবনে আমরা ধীরে ধীরে মাঠ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু সুস্থ ও প্রাণবন্ত থাকতে হলে আবারও খেলাধূলার দিকে ফিরতে হবে। ব্যাডমিন্টনের মতো আনন্দময় খেলায় অংশগ্রহণ করলে গড়ে ওঠে সুস্থ, সক্রিয় ও আনন্দে ভরা জীবন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত