বটিয়াঘাটা প্রতিনিধিঃ- ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-১ আসনের সম্মিলিত জাতীয় জোট মনোনীত ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কার প্রার্থী সুনীল শুভ রায় বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে তার নির্বাচনী এলাকা খুলনা-১ আসন (দাকোপ-বটিয়াঘাটা) ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেছিলাম। ২০১৮ সালে নির্বাচনে ভোট নানান কারনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত সংসদ নির্বাচনে ভোট বর্জন করি। সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহম্মদ এরশাদ’র নেতৃত্বে ২০১৭ সালে সম্মিলিত জাতীয় জোট গঠিত হয়। বর্তমানে আমি সম্মিলিত জাতীয় জোট মনোনীত ইসলামী ফ্রন্টের মোমবাতি মার্কা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-১ আসন থেকে মোমবাতি প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছি। নির্বাচন কমিশনের তফশিল ঘোষনা অনুসারে আগামী ২১ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে প্রতিক বরাদ্ধ পেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারনা শুরু করবো। আশা করি এ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হলে আমার মোমবাতি প্রতিক নিয়ে জয়যুক্ত হবো এবং জয়যুক্ত হলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নদী ভাঙ্গন রোধে স্থায়ী বেড়ীবাঁধ নির্মান, পরিকল্পিত পর্যটন কেন্দ্র, বেকারত্ব দূরকরন, গুণগত শিক্ষারমান উন্নয়ন, চিকিৎসার মান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করা, খালখনন করে কৃষকদের সেচের ব্যবস্থা করা, মাদকমুক্ত সমাজগড়া ইত্যাদি ব্যপারে প্রতিস্তুতি ব্যক্ত করেন। এ সময় আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত জোটের শরিক দল বাংলাদেশ হিন্দুলীগের বটিয়াঘাটা উপজেলা শাখার আহবায়ক প্রীতিশ কান্তি মন্ডল, সাবেক জাতীয় পার্টির উপজেলা সভাপতি মতওয়ালী শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এলাহী, সাবেক ছাত্রনেতা মানস সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও সাংবাদিক যথাক্রমে এসএমএ ভূট্রো, মনিরুজামান মনি, আরিফুজ্জামান দুলু গোলদার, হিরমন মন্ডল সাগর, মোঃ শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, তুরান হুসাইন রানা, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ প্রমূখ।