প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এ সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে এএসএসইটি প্রজেক্ট এর আওতায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সমন্বয়ে “কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (উপসচিব) মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জেলা শিক্ষা অফিসার এম এম ছায়েদুর রহমান।
সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান গৌতম কুমার ধর। আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ মাইনুল আহসান, চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) পলি রানী দাস এবং চিফ ইন্সট্রাক্টর (এনভায়রনমেন্ট) মোঃ সাইফুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানোর পাশাপাশি এ সময় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা । সেমিনারের শেষে অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাঁর বক্তব্য প্রদান করেন এবং সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত