খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুর রহমান। তিনি ওরাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন।
সহপাঠীর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে মুজাহিদের মুখের তালুতে টিউমার ধরা পড়ে। বায়োপসি রিপোর্টে এটি ক্যান্সার হিসেবে নিশ্চিত হয়। এর প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এ তার সার্জারি সম্পন্ন হয়।
পরবর্তীতে অপারেশনের পর যেন ক্যান্সার ছড়িয়ে না পড়ে, সেজন্য রাজধানীর ডেল্টা হসপিটালে তাকে দীর্ঘমেয়াদী রেডিওথেরাপি দেওয়া হয়। তিনি মোট ৩৫টি রেডিয়েশন ডোজ গ্রহণ করেন, যা ১১ মে ২০২৫-এ শেষ হয় ।
গত নভেম্বর ২০২৫ সার্জারি এবং রেডিওথেরাপির পর বর্তমানে তার মুখের তালুতে একটি বড় ক্ষত বা ছিদ্র তৈরি হয়েছে । এর ফলে তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে বা কথা বলতে পারছেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এই ক্ষত পূরণের জন্য তার দ্রুত সার্জারী করা প্রয়োজন। এটি একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তার চিকিৎসার জন্য আনুমানিক ৭ লক্ষ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। এখন মুজাহিদ ও তার পরিবার আপনাদের সহায়তার অপেক্ষায়। তাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন তাঁর সহপাঠীরা।
মুজাহিদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে সরাসরি নিচের নাম্বারের টাকা পাঠাতে পারেন-
০১৭১১৯৭১৫৭৬ (বিকাশ,নগদ,রকেট)