ডেস্ক রিপোর্ট : উৎসবমুখর পরিবেশে খুলনার দৌলতপুরস্থ পাবলা সবুজ সংঘ মাঠে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্ট। স্থানীয় ব্যাংকিং খাতের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ছয়টি ব্যাংক অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি-এর এজিএম কংকন কুমার দত্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্যাংকারদের দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন পেশাদারিত্বের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলা সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক মো: মনিরুজ্জামান এবং নির্বাহী সদস্য আকুঞ্জি মোস্তাকিম।
মাঠের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেয়। মাত্র ১২ ওভারে ২ উইকেট হারিয়েই তারা ১৪৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে উদ্বোধনী ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।
মাঠজুড়ে উপস্থিত ক্রিকেটপ্রেমী ও ব্যাংক কর্মকর্তাদের আনন্দ-উদ্দীপনা টুর্নামেন্টের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।