প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
তালায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হলেন সুপার আব্দুর রাজ্জাক
মোঃ খলিলুর রহমান, পাটকেলঘাটা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রাজ্জাক।
গত ১০ জানুয়ারি উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করে।
আব্দুর রাজ্জাক বর্তমানে উপজেলার কাশিয়ডাঙা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলার খলিষখালী এলাকার বাসিন্দা। শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
আব্দুর রাজ্জাক জানান, “এই স্বীকৃতি আমার একার নয়। এটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই সম্মান আমাকে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে আরও দায়িত্বশীল ও নিবেদিত হয়ে কাজ করার প্রেরণা জোগাবে।”
তিনি এই স্বীকৃতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত