প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
দিঘলিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থানা সম্মেলন অনুষ্ঠিত
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব এবং ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তনের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া থানা শাখার উদ্যোগে এক বিশাল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ই জানুয়ারী ২০২৬ ইং শুক্রবার দিঘলিয়া উপজেলা সদরের চৌরাস্তা মোড় স্ত নিজস্ব কার্যালয় আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক ছাত্র, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ও খুলনা-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“দেশের শিক্ষা ব্যবস্থা ও রাজনীতিতে নৈতিকতার অভাব প্রকট আকার ধারণ করেছে। কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শ প্রতিষ্ঠা ছাড়া টেকসই সমাজ গঠন সম্ভব নয়। এ জন্য ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলার সভাপতি গাজী মুহাম্মাদ রফিকুল ইসলাম। তিনি বলেন,
“ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষাঙ্গনে নৈতিকতা, আদর্শ ও শালীন রাজনীতির চর্চা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা আসাদুল্লাহ হামিদী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মো: গিয়াস উদ্দিন, সভাপতি দিঘলিয়া থানা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা
মাওলানা মুজাহিদুর রহমান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া উপজেলা
মুফতি আজিজুর রহমান সোহেল, সভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, দিঘলিয়া উপজেলা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, দিঘলিয়া থানা শাখার সভাপতি মীর সালমান ফারসি। সভাপতির বক্তব্যে তিনি ছাত্র সমাজ কে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া শাখা।
সম্মেলনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত এবং ইসলামী ছাএ আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত