সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকের পোস্টার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সাঁটানোর মাধ্যমে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
এ অভিযোগে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) রিটার্নিং কর্মকর্তা, সাতক্ষীরা বরাবর লিখিত আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে প্রকাশ্যে পোস্টার লাগানো হয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশের পরিপন্থী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ ঘটনায় জামায়াতে ইসলামী পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।