ডুমুরিয়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে দৈনিক যশোর বার্তা’র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে শুক্রবার দিনব্যাপী এই মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে ঘিরে দৈনিক যশোর বার্তা’র সাংবাদিক, প্রতিনিধি ও অতিথিদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যশোর বার্তা’র নির্বাহী সম্পাদক শেখ দিনু আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট্রের মহাসচিব সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা মুদ্রণ শিল্প সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, যশোর আধুনিক হাসপাতাল (প্রাঃ) লি. এর চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে অতিথিরা সাংবাদিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় সংবাদ মাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
শুভেচ্ছা বক্তব্য শেষে প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন দৈনিক যশোর বার্তা’য় সাংবাদিকতায় বিগত এক বছরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিষয় ভিত্তিক বিভাগে সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন বিশেষ প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, বিশেষ প্রতিবেদক আব্দুস সাত্তার কিনে, দুর্নীতি বিষয়ক রিপোর্টিংয়ে সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, প্রধান প্রতিবেদক কল্যান রায় জয়ন্ত, নিজস্ব প্রতিবেদক মোল্যা অবায়দুর রহমান, সাধারণ বিভাগে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানুর আলম, খুলনা ব্যুরো প্রধান এস. এম জসিম উদ্দিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে. এম ইদ্রিস আলী, সেরা আলোকচিত্র শিল্পী সানোয়ার আলম সানু, সেরা বিজ্ঞাপনদাতা (সরকারি) সাইফুল ইসলাম, মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি সাদ্দাম হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি এস. এম তাজাম্মুল হোসেন, সেরা বিজ্ঞাপনদাতা (বেসরকারি) সাতক্ষীরা ব্যুরো প্রধান মোহাম্মদ মুজাহিদ, বিশেষ প্রতিনিধি শেখ মাহাতাব হোসেন এর হাতে পুরষ্কার তুলে দেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এ ধরণের মিলনমেলার আয়োজন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, মিলনমেলায় খুলনা বিভাগের ১০ জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।