প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
খোকসায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নে বনগ্রাম পূর্বপাড়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রান্তিক জনকল্যাণ সংস্থার" উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রধান উপদেষ্টা লেফটেন্ট জেনারেল (অব:) মতিউর রহমান জুয়েল স্থানীয় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
২০১৭ সালে প্রতিষ্ঠিত প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃষকদের মাঝে বিনাসুদে কৃষি ঋণ প্রদান, স্থানীয় অসহায় মানবিক মানুষের মাঝে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ভ্যান রিক্সা প্রদান ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষিত করার লক্ষ্যে অসহায় দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণসহ শীতকালে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ সহ সামাজিক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
রবিবার সকালে শীতার্তদের মাঝে ১২০টি শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রান্তিক জনকল্যাণ সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত