তালা প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে গার্লস গাইড প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিনথিয়া জারিন ইরা। ইরার বাড়ি তালা উপজেলার কানাইদিয়া গ্রামে। তার পিতা মো. রবিউল ইসলাম তালা উপজেলার কানাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা রুমিয়া আক্তার একজন ব্যাংকার। সিনথিয়া জারিন ইরা পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর আগে সে পাইকগাছা উপজেলা পর্যায়েও একই প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। গত ১৩ জানুয়ারি প্রকাশিত ফলাফলে খুলনা জেলার মধ্যে তাকে সেরা গার্লস গাইড হিসেবে ঘোষণা করা হয়।
মেধাবী এই শিক্ষার্থীর বাবা রবিউল ইসলাম বলেন, উপজেলায় সেরা হওয়ার পর গত ১২ জানুয়ারি খুলনায় জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেয়ের এই সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং গাইড শিক্ষক আমেনা খাতুনসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সিনথিয়া। সেখানেও যাতে সে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও শিক্ষকেরা।