প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
প্রকৃতির কোলে পাখিদের গ্রাম পানিপাড়া জীববৈচিত্র্যের নীরব উৎসব
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) : নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামটি প্রকৃতির এক অনন্য আশ্রয়স্থল। মধুমতী নদীর তীরঘেঁষা এই গ্রামে প্রবেশ করলেই চোখে পড়ে সবুজের বিস্তার, আর কানে ভেসে আসে পাখির অবিরাম কলতান। বিশেষ করে শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির আগমনে গ্রামটির সৌন্দর্য নতুন মাত্রা পায়।
কালিয়ার নড়াগাতী থানাধীন পানিপাড়া গ্রামে অবস্থিত কৃষিভিত্তিক পর্যটন কেন্দ্র অরুণিমা ইকো পার্ক বর্তমানে দেশি ও পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সাল থেকে এলাকাটিকে পাখি সংরক্ষণের আওতায় আনা হয়। এরপর থেকে প্রতি বছর শীত মৌসুমসহ প্রায় আট মাস ধরে এখানে নানা প্রজাতির পাখির কলকাকলি শোনা যায়। ‘পাখি সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণার পর গত এক যুগে পানিপাড়া পরিচিতি পেয়েছে ‘পাখিদের গ্রাম’ নামে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ একর বিস্তীর্ণ অরুণিমা ইকো পার্কজুড়ে দেশি প্রজাতির গাছগাছালিতে গড়ে উঠেছে অসংখ্য পাখির বাসা। এখানে সাদা বক, হাঁসপাখি, পানকৌড়ি, শামুকখোলা, শালিক, টিয়া, দোয়েল, ময়না, মাছরাঙা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি ও চড়ুইসহ বহু প্রজাতির পাখির অবাধ বিচরণ রয়েছে। প্রাকৃতিক পরিবেশ ও নিরাপদ প্রজনন ক্ষেত্র থাকায় প্রতিবছরই বাড়ছে পাখির সংখ্যা।
স্থানীয় বাসিন্দারা জানান, পাখির উপস্থিতি তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ভোরবেলায় পাখির ডাকে ঘুম ভাঙে, শিশুরা প্রকৃতির সঙ্গে বেড়ে উঠছে। একই সঙ্গে পরিবেশবান্ধব পর্যটনের কারণে গ্রামে বেড়েছে দর্শনার্থীর আগমন।
খুলনা থেকে বেড়াতে আসা দর্শনার্থী সোয়েবুজ্জামান বলেন,
“এখানে এসে প্রকৃত শান্তি পাওয়া যায়। এত সবুজ আর একসঙ্গে অসংখ্য পাখির উড়ে চলা দেখা সত্যিই দুর্লভ অভিজ্ঞতা।”
অরুণিমা ইকো পার্ক ও গলফ ক্লাবের সহকারী ব্যবস্থাপক (এজিএম) সাজিকুল ইসলাম বেল্টু বলেন,
“প্রায় ৫০ একর জায়গাজুড়ে প্রাকৃতিক পরিবেশ বজায় রেখে পার্ক ও গলফ ক্লাব গড়ে তোলা হয়েছে। শব্দদূষণ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় দেশি ও পরিযায়ী পাখিরা এখানে নিরাপদে আশ্রয় নিতে পারছে।”
পরিবেশবিদদের মতে, পানিপাড়ার মতো প্রাকৃতিক পাখির আবাসস্থল সংরক্ষণ করা গেলে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
প্রকৃতি সংরক্ষণ ও সচেতনতার সমন্বয়ে পানিপাড়ার অরুণিমা ইকো পার্ক আজ জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণের একটি সম্ভাবনাময় উদাহরণ হয়ে উঠেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত