ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলার দামোদর হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী (১৫) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে ওই শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। এ ব্যাপারে অভয়নগর গোপিনাথপুর গ্রামের আব্বাস শেখের পুত্র হেদায়েত শেখ (২২) কে আসামী করে ভিকটিমের মাতা ইসরাত জাহান ফুলতলা থানায় মামলা (নং-৬) করেন।
থানায় দায়েরকৃত এজাহারে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পথেরবাজার রেলগেট এলাকা থেকে ওই শিক্ষার্থীকে হেদায়েত শেখ অপহরণ করে খুলনার ডাক বাংলা মোডের একটি ভবনে দ্বিতলায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে রাতভোর ধর্ষণ করে। পরদিন ভোর বেলায় শিরোমনি টেম্পু স্টান্ডে ওই শিক্ষার্থীকে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে এসে পরিবারকে বিষয়টি জানালে তার মাতা ইসরাত জাহান বাদি হয়ে ফুলতলা থানায় হেদায়েত শেখকে আসামী করে থানায় মামলা করেন। তবে পুলিশ ধর্ষণকারীকে গ্রেফতার করতে পারেনি। এদিকে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।