শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে হরিণ শিকারের কাজে ব্যবহৃত দুই শতাধিক মালা ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ির ফুলখালী এলাকা থেকে ফাঁদগুলো উদ্ধার করা হয়। কলাগাছি টহলফাঁড়ির ফরেষ্টার তাইবুর রহমান, শাহিনুর রহমানসহ স্থানীয় সিপিজির সদস্যরা ফাঁদ উদ্ধারের ঐ অভিযানে অংশ নেয়। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক জানান বন্যপ্রাণী রক্ষায় ‘ফুট পেট্রোলিং’এর বিকল্প নেই। এই ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলের নিরীহ প্রাণীগুলোকে বাঁচানো সম্ভব। তিনি আরও বলেন, দুস্কৃতিকারীরা নানা কৌশের সুন্দরবনের মধ্যে ঢুকে সুবিধামত স্থানে ফাঁদ পেতে রাখছে। তাতে হরিণসহ গুরুত্বপুর্ন নানা প্রজাতির প্রাণী আটকা পড়ে মারা পড়ছে। যে কারনে সাম্প্রতিক সময়ে সুন্দরবনের অভ্যন্তরে ‘ফুট পেট্রোলিং’ এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়ায় নিরীহ প্রাণীগুলোকে রক্ষা করা সহজ হবে। প্রতিটি স্টেশন ও টহলফাঁড়ির আওতাধীন এলাকায় নিয়মিত ‘ফুট পেট্রোলিং’ ব্যবস্থা চালু করার কথাও জানান তিনি।
ছবি ঃ কলাগাছিয়ার ফুলখালী এলাকা হতে উদ্ধারকৃত মালা ফাঁদ।